Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীর চার উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৪:২০ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview


নরসিংদী জেলায় ৪টি আসনের ৪২৮টি ভোটকেন্দ্র নির্বাচনের সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠানের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে নরসিংদীর প্রতিটি উপজেলায়।

শনিবার (২৩ মার্চ) দুপুর ১টা থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কাজ শুরু হয়। প্রতিটি কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যালট বক্স ও ব্যালট পেপারসহ যাবতীয় সরঞ্জাম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাচন অফিসার হিসেবে দায়িত্বে থাকা শিমুল সুলতানা।

চারটি সংসদীয় আসনের ৪২৮টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। এরই মধ্যে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

এ ছাড়া প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পুলিশ, আনসারসদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের স্ব স্ব দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।

প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের ২ হাজার ২১৮ জনের অধিক সদস্য ভোটের দিন তাদের দায়িত্ব পালন করবেন। নরসিংদী চার আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ এর অধিক।

এ দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চলের চারটি ইউনিয়নের ভোট কেন্দ্রকে নিরাপত্তা দিতে চার প্লাটুন বিজিবি ও র‌্যবসহ প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী রাখা হয়েছে।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ইচ্ছামতো ভোট যেন দিতে সে ধরনের নিরাপত্বা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে রায়পুরা উপজেলা চত্বরে প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী উপকরণ তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ দিকে বেলাব, মনোহরদী, শিবপুর, রায়পুরাসহ এই চারটি উপজেলায় প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণকে প্রতিটি কেন্দ্রে যেতে দেখা যাচ্ছে।

Bootstrap Image Preview