Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রবিবার তৃৃতীয় ধাপে চট্টগ্রামের ৫ উপজেলায় ভোট

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৩:৫৫ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


তৃৃতীয় ধাপে রবিবার (২৪ মার্চ) চট্টগ্রামের ৫ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।  

উপজেলাগুলো হচ্ছে- বোয়ালখালী, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও লোহাগাড়া। এছাড়া একইদিন আনোয়ারা উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হচ্ছে না।

নির্বাচন হতে যাওয়া এসব উপজেলায় ১৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ৩১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।বোয়ালখালীতে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, বিদ্রোহী প্রার্থী হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন।
পটিয়ায় লড়ছেন নৌকা প্রতিকের প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

অন্যদিকে বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করলেও দলের নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি এবার লড়ছেন চেয়ারম্যান পদে। এছাড়া চট্টগ্রাম নগর যুবলীগ সদস্য সাজ্জাদ হোসেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাঁশখালীতে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন- নৌকা প্রতীকের চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। বিদ্রোহী প্রার্থী হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মৌলভী নুর হোসেন।

লোহাগাড়ায় তিন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী ও এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চন্দনাইশে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা একেএম নাজিম উদ্দীন ও পর পর দু’বার নির্বাচিত চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।

ডসনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, ৫ উপজেলায় ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সামগ্রী উপজেলাগুলোতে পৌঁছে গেছে। ৩ হাজার ৬০৫ জন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৬ হাজার ৩১২ জন পোলিং কর্মকর্তা ভোটগ্রহণে যুক্ত আছেন।

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ-র‌্যাব-আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকবে।


 

Bootstrap Image Preview