Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘প্রত্যেক শিশুকে নিজের সন্তান হিসেবে দেখতে হবে’

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview


শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে ‘হান্ড্রেজ হিরোজ’ শিক্ষার্থীদের নিয়ে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বেসরকারি এনজিও সংস্থা বাংলাদেশ ওয়াল্ড ভিশন এর আয়োজনে শহরের গোবিন্দনগর এলাকায় ইএসডিও’র হলরুমে দিনব্যাপী এ কর্মশালা হয়।

দিনব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া মন্ডল।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া মন্ডল বলেন, শিশু বাচ্চাদের প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণ গড়ে তুলতে হবে। প্রত্যেক শিশুকে নিজের সন্তান হিসেবে দেখতে হবে। তাহলেই সম্ভব এই সহিংসতা বন্ধ করা। এ জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ওয়াল্ড ভিশন এর এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বাংলাদেশ ওয়াল্ড ভিশন-এর এডভোকেসি কো-অর্ডিনেটর জামাল উদ্দিন, বাংলাদেশ ওয়াল্ড ভিশন ঠাকুরগাঁও এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় ঠাকুরগাঁও সরকারি কলেজের ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Bootstrap Image Preview