Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৈয়দপুরে মদ ভাটিতে যৌথ অভিযানে ২৪ জনের কারাদণ্ড

এম এ মোমেন, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১২:১২ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ১২:১৯ PM

bdmorning Image Preview


নীলফামারীর সৈয়দপুরে মদ ভাটি থেকে যৌথ অভিযানে ২৪ ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মার্চ) রাতে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে দুপুরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে আটককৃত প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া ও উপজেলা সহকারী কমিশনার ভূমি পরিমল কুমার সরকার।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোলাহাটের সোহরাব (৪৮), নতুন বাবুপাড়ার মিন্টু (৩২), আবুল (৬৯), খালেক( ৫৬), ছামছুদ্দিন ( ৬২), আজিজ (৫০), জাবেদ (৫০), নাদিম (৪৮), সোহাগ (৩২), শহীদ (৫০) শ্যামর (৫৫), হাফিজুল( ৫৭)।

সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, শহরের নয়াবাজার এলাকায় মদ ভাটিতে দিনে দুপুরে মদ বিক্রি করা হয়। একটি কলেজ সংলগ্ন এই আবাসিক এলাকায় মদ ভাটি থাকার কারণে যুবকরা মাদকের মরণ নেশায় জড়িয়ে পরছে। এনিয়ে বিভিন্ন মহলে এলাকাবাসী লিখিত অভিযোগ জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে। 

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ২০০৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের সাজা দেয়া হয়েছে। এই অভিযান নিয়মিত চলতেই থাকবে।

বুধবার দুপুর দুটার দিকে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, ওসি মো: শাহজাহান, বিচারিক ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) যৌথ অভিযান চালিয়ে মদ ভাটি থেকে লাইসেন্সবিহীন মদ বিক্রেতাদের আটক করে। সন্ধ্যা ছয়টার সময় শহরের সোহেল রানা মোড়ে আদালতে আটক ব্যক্তিদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন দুই বিচারিক ম্যাজিস্টেট। তাদের রাতেই জেল হাজতে পাঠানো হয়েছে।  

Bootstrap Image Preview