Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অপহরণের ৭ দিন পর সংখ্যালঘু কিশোরীকে উদ্ধার, আটক ২

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৭:০৪ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় সংখ্যালঘু কিশোরীকে অপহরণের ৭ দিন পর তাকে উদ্ধার করা হয়েছে। গত ৭ দিন আগে স্কুলে যাওয়ার পথে অপহরণ হয় সে। ঘটনাটি ঘটেছে উপজেলার চামারী ইউনিয়নের রৌধি চামারী গ্রামে।

সোমবার (১৮ মার্চ) ভোররাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলাল গ্রাম থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এ সময় রাশিদুল (২০) ও তার বন্ধু কামরুলকে (২০) আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এক সংখ্যালঘু স্কুলছাত্রীকে উত্যক্ত করছিলো একই ইউনিয়নের মরাপাতিয়া গ্রামের রাশিদুল নামের এক যুবক। ঘটনার দিন গত ১১ মার্চ ওই কিশোরীকে স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক মুখ চেপে ধরে সিএনজিতে উঠিয়ে নিয়ে চলে যায়। ১৬ মার্চ অপহৃত কিশোরীর বাবা রাশিদুলের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে সিংড়া থানায় একটি অপহরণ মামলা করেন। 

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমানের নেতৃত্বে সিংড়া থানা পুলিশের একটি দল আজ সোমবার তাকে উদ্ধার করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণের সাথে জড়িত দুই জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview