Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 ফেঞ্চুগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে 

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার সকাল আটটায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত। ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার ৭২হাজার ৬৫৪জন।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। উপজেলার বেশিরভাগ কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের উপস্থিত খুবি কম। তবে বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে নির্বাচনকে অবাদ সুষ্ঠু নিরাপেক্ষ করতে সর্বোচ্চ সতর্কবস্থায় আছে পুলিশ। নির্বাচনকে ঘিরে উপজেলায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ৫ টি ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে একযোগে ভোটগ্রহণ চলছে। 

Bootstrap Image Preview