Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে বিদেশি মদ ও গাঁজাসহ আটক ২

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৬:০৪ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের বিশ্বম্ভপুরের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও গাঁঁজার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দিবাগত রাতে তাদের আটক করা হয়। পরে রবিবার (১৭ মার্চ) আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

আটককৃতরা হল- বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী মাছিমপুর গ্রামের কিতাব আলীর ছেলে সুবাস মিয়া (৪০) ও একই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আহাদ উল্লাহ (৩৫)। 

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও র‌্যাব-৯, সিপিসি ৩ ক্যাম্পের সদস্যদের যৌথ অভিযানে শনিবার সন্ধ্যায় বিশ্বম্ভপুরের সীমান্তবর্তী মাছিমপুর গ্রামের সুবাসের বসতবাড়ি থেকে ৭৫০ মি.লি, পরিমাণ ৩২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় বসতবাড়ির মালিক ও মাদক ব্যবসায়ী সুবাসকেও আটক করা হয়।        

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শোয়ের আহমদ চৌধুরী বাদী হয়ে ওই রাতেই বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

অপরদিকে শনিবার রাতে ওই উপজেলার মাহিন্দ্রনগর সড়কে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও র‌্যাব-৯, সিপিসি ৩ ক্যাম্পের সদস্যদের অপর একটি যৌথ অভিযানে প্লাষ্টিকের বস্তা ভর্তি ৫ কেজি ভারতীয় গাঁজাসহ মাছিমপুর গ্রামের মাদক ব্যবসায়ী আহাদ উল্লাহকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিদর্শক রবি উল্লাহ বাদী হয়ে এ ব্যাপারে শনিবার রাতেই বিশ্বম্ভরপুর থানায় পৃথক একটি মামলা দায়ের করেন। 

 

Bootstrap Image Preview