Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিশুটিকে দেখেও গাড়ি ব্রেক করেনি চালক

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৭:৩৯ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


শরীয়তপুরের নড়িয়ার বাড়ৈপাড়া গ্রামের প্রবাসী মোবারক হাওলাদারের মেয়ে মিথিলা (৪) অবৈধ ট্রলি গাড়ির চাপায় নিহত হয়েছে।

শনিবার ( ১৬ মার্চ) সকাল ৮টার দিকে বাড়ৈ পাড়া মিথিলার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত মিথিলা গণশিক্ষা স্কুলের শিশু শ্রেণীর ছাত্রী ছিলেন। ঘাতক ট্রলি চালককে গাড়িসহ স্থানীয় লোকজন আটক করে। 

পুলিশ ও স্থানীয় জানায়, সকাল ৮টার সময় বাড়ির সামনের রাস্তায় শিশু মিথিলাকে নিয়ে তার মা স্কুলে যাওয়ায় পথে মিথিলা তার মায়ের থেকে কিছুটা দূরে থাকে। এসময় এতে মিথিলা তার মায়ের কাছে যেতে চাইলে হঠাৎ গাড়িটি চলে আসায় এ দুর্ঘটনার শিকার হয় শিশুটি।

তবে ট্রলি গাড়িটি রং সাইট এবং গতি নিয়ন্ত্রণ না করেই চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। 

তিশা পাল জানান, আমি নিজে দেখেছি ট্রলি চালক গাড়িটি রং সাইটে এবং দ্রুত গতিতে চালায় এবং শিশুটিকে দেখেও গাড়ি ব্রেক করেনি চালক। শিশুটির উপর দিয়ে উঠিয়ে দেয় গাড়িটি। এতে করে মারাত্মক আঘাত পেলে সাথে সাথে শিশুটিকে ঘরিসার আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ গাড়ির মালিক মোঃ ছাত্তার মালত। এর আগেও ওর গাড়িতে অনেক দুর্ঘটনা হয়েছে। আমরা এ অবৈধ গাড়ি মালিকের বিচার চাই।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম তার নিজ আসনে আশার কারণে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার অবস্থান স্বাভাবিক রয়েছে। তদন্ত করে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।     

Bootstrap Image Preview