Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বলিউড শুটিং-এ ঘনিষ্ঠ দৃশ্য তদারকি করতে সুপারভাইজার নিয়োগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ১২:৫৪ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের স্বীকারোক্তির পর বলিউডে শুরু হয়েছিল হ্যাশট্যাগ মিটু আন্দোলন। এর ধারাবাহিকতায় বেশ কিছু তারকা নিজেদের যৌন হেনস্তার কথা প্রকাশ্যে শেয়ার করেছিলেন। এই ঝড়ে নাম জড়িয়েছে একাধিক পরিচালক, প্রযোজক থেকে শুরু করে বেশ কয়েকজন অভিনেতার। যে তালিকায় আছেন আলোক নাথ, নানা পাটেকর, অনু মালিক, রজত কাপুর, সাজিদ খান, বিকাশ বেহল, কৈলাস খের, রাজকুমার হিরানিসহ অনেকের নাম।

এই মিটু বিতর্ক এড়াতেই এবার বিশেষ পদক্ষেপ করলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় ও প্রযোজক অরিত্র দাস। তাদের আগামী ছবি ‘সিজন গ্রিটিংস’-এর শুটিং-এ ‘ইন্টিমেসি সুপারভাইজার’ নিয়োগ করেছেন তারা।

শুটিং চলাকালীন চুম্বন, আলিঙ্গন থেকে শুরু করে বিভিন্ন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় অভিনেত্রীরা অস্বস্তি বোধ করতে পারেন। এমনকি শুটিং-এর সময় পরিচালকের কোনো ব্যবহার নিয়ে সমস্যা তৈরি হতে পারে। যা ভবিষ্যতে মিটু আন্দোলনের আকার নিতে পারে। 

এই বিষয়টি যাতে না ঘটে, সে কারণেই শুটিং ফ্লোরে এই ‘ইন্টিমেসি সুপারভাইজার’ রাখা হয়। ‘ইন্টিমেসি সুপারভাইজার’ শুটিং-এর সময় গোটা ঘটনার উপর নজরদারি করবেন। কারো কোনও বিষয়ে কোনও আপত্তি রয়েছে কিনা সে বিষয়টি খেয়াল রাখবেন।

Bootstrap Image Preview