Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরাল উদ্বোধন

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ ম্যুরালের উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সরকারি বিভিন্ন দফতরের শূন্য পদে জনবল নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশে সরকারি বিভিন্ন দফতরের শূন্য পদে শিগগিরি ৩৪ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, নিউজিল্যান্ডের মসজিদে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা খুবই দুঃখজনক, আল্লাহর রহমতে ওই মসজিদে জুম্মার নামাজ পড়তে যাওয়া আমাদের খেলোয়াররা সুস্থ ও নিরাপদে আছেন। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে সরকার।

ম্যুরাল উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, পুলিশ সুপার মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আবেদিন খোকন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু প্রমুখ।

Bootstrap Image Preview