Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৭:১৩ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকার ছাত্রলীগ নেতা সোহেল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকালে নিহত সোহেলের ভাই ফারুক বাদী হয়ে ১১ জনকে নামীয় ও অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। নিহত সোহেল মিয়া ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাবার নাম মজিবুর রহমান।

মামলার আসামিরা হলেন, ভোলাব ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার ও টাওড়া শিমুলিয়া এলাকার মৃত হযরত আলীর ছেলে শরীফ, সালাম মিয়ার ছেলে শরীফ মিয়া, আজিম উদ্দিনের ছেলে রুবেল ওরফে গ্যাস রুবেল, জামান মিয়ার ছেলে মামুন মিয়া, আব্দুল লতিফের ছেলে লোকমান মিয়া, কবির মিয়ার ছেলে জাকারিয়া, আহাম্মদ আলীর ছেলে আমজাদ, আব্দুল আজিজের ছেলে মোজাম্মেল হক, লাল মিয়ার ছেলে আব্দুল্লাহ, মুছু মিয়ার ছেলে রফিকুল হক ও হাজী নুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের গোড়ালির রগ কেটে ও পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতা সোহেল মিয়াকে। এ ঘটনায় সন্দেহজনকভাবে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview