Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ, আহত ২

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৪:৪৪ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৪:৪৪ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর বাউফলে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় জুয়েল বয়াতি (৩০) নামে এক জেলে নিখোঁজ ও দুই জেলে আহত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) ভোররাত চারটার দিকে উপজেলার বাদামতলা এলাকায় তেতুলিয়া নদীতে এ দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজের পিতা উপজেলার মমিনপুর এলাকার আলী হোসেন বয়াতী বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং- ৭৩০।

নিখোঁজ জুয়েলের পিতা আলী হোসেন জানান, শুক্রবার ভোর রাত চারটার সময় ঢাকা থেকে কালাইয়াগামী যাত্রীবাহী লঞ্চ বন্ধন-৫ তাদের মাছ ধরা ইঞ্জিনচালিত ট্রলারে ধাক্কা দিলে দুই জেলে অহতাবস্থায় সাতরে তীরে উঠে আসে। এ ঘটনার পর থেকে জুয়েল নিখোঁজ রয়েছে। স্থানীয়ভাবে নদীতে খোজাখুজি করে তাকে এখনও পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে জুয়েল নিখোঁজ রয়েছে।  এ ঘটনায় ওই জেলের বাবা আলী হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Bootstrap Image Preview