Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview


দিনাজপুর ফুলবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে বাংলাদেশ আওয়ামী লীগ এর নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্ব প্রদত্ত অডিও ভয়েস কলের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও গত বছরে ৯ মার্চ থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেড বেতন প্রদানের দাবিতে মানববন্ধন পালন করেছে। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী কমিটির সভাপতি সৈয়দ আপেল মাহমুদ, সাবেক পৌর কাউন্সিলর শিক্ষক মকলেছুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন অন্দোলনরত শিক্ষকগণ।  


 

Bootstrap Image Preview