Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই সহোদর নিহত

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১২:৪৮ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১২:৫৫ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ায় দু’পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুই সহোদর নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ৯ হাজার ৬শ' পিস ইয়াবা, দুটি এলজি, ৪টি তাজা গুলি উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে উপকুলীয় এলাকার রূপপতি মেরিন ড্রাইভ সড়কের পাশে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জবর মুল্লকের ছেলে মোস্তাক ও মোক্তার।

পুলিশের দাবি, নিহত দুই সহোদর শীর্ষ ইয়াবা পাচারকারী। তারা দীর্ঘদিন ধরে উখিয়ার মেরিনড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচার করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীর বরাত দিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জবর মুল্লকের দুই ছেলে মোস্তাক ও মোকতার মেরিনড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচার করে আসছিল দীর্ঘ দিন থেকে। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ইয়াবা টাকার লেনদেন নিয়ে দুইপক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে দুই ভাই নিহত হন।পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Bootstrap Image Preview