Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রযুক্তিকে কাজে লাগিয়ে গৃহিণীরা বাড়তি উপার্জন করতে পারেন: পলক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৫:০০ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৫:০০ PM

bdmorning Image Preview


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ইন্টারনেটের মাধ্যমে শহর কিংবা বাড়িতে বসেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করার মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব।

তিনি বলেন, আমাদের দেশে সকল বাড়িতেই শিক্ষিত তরুণী কিংবা শিক্ষিত গৃহিণী রয়েছেন। যাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করে বা বিভিন্ন পেশার মহিলা রয়েছেন। যারা ঘরে বসেই সময় কাটাচ্ছেন। ইন্টারনেটের মাধ্যমে আপনাদের ঘরে বসেই বাড়তি উপার্জন সম্ভব।  

প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে স্টার্টআপ বাংলাদেশ প্রকল্পের সভাকক্ষে টু আওয়ার জব, ওমেন এ্যান্ড ই কমার্স ফোরাম এবং বাংলাদেশ আইপি ফোরামের যৌথ উদ্যোগে “কিকস্টার্ট বাংলাদেশ” প্রকল্পের উদ্বোধন উপলক্ষে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘরে বসেই পণ্য উৎপাদন করে ভোক্তাদের নিকট পৌঁছে দেয়ার মাধ্যমে গৃহিণীগণ নিজেদেরকে কর্মজীবী হিসেবে গড়ে তুলতে কিকস্টার্ট এর আইডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণরা উদ্যোক্তারা স্টার্টআপ হিসেবে নিজেদের তৈরি করছে। তারা চাকরি খুঁজছে না বরং চাকরি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল সেবা গ্রাম পর্যন্ত পৌঁছে দেয়ার কারণে এটা সম্ভব হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।    

অনুষ্ঠানে ই-ক্যাব এর সভাপতি শমী কায়সার, বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার হামিদুল মিসবাহ্, আমরাই বাংলাদেশের কো-ফাউন্ডার আরিফ আর হোসাইন, শার্পনারের সিইও নজর ই জিলানী, টু আওয়ার জবের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার উপস্থিত ছিলেন।

পরে তিনি “কিকস্টার্ট বাংলাদেশ” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Bootstrap Image Preview