Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও রেজা স্মৃতি বৃত্তি প্রদান

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৮:৪৯ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview


শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী কার্তিকপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধা এমএ রেজা স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১১ মার্চ) পুরস্কার বিতরণের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে সকাল ৮টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম চৌধুরীর সভাপত্বিতে ও ইলিয়াছ খাঁনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি মরহুম এম এ রেজার সহধর্মিণী ফরিদা রেজা নূর।

বিশেষ অতিথি ছিলেন, ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন খাঁন, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব সিকদার, রাজিয়া সুলতানা মুন্নি রেজা, সহকারী শিক্ষা অফিসার মো: মজিবুর রহমান প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার আহ্বান জানান।

তিনি বলেন, শুধু লেখাপড়া করলেই চলবে না পাশাপাশি নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।

Bootstrap Image Preview