Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মানুষের মাথা না, গরু-ছাগলের মাথা কেনা যায়: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৮:২০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যারা ‘গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল’ পরিচিতি পাবে। কেননা মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়।

শুক্রবার রাজধানীর মতিঝিলের ইডেন বিল্ডিংয়ে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, যারা গরু-ছাগলের  মতো বিক্রি হয়, তারা দালাল হিসেবে পরিচিত। সরকারের ‘কুশাসন’ থেকে জনগণ মুক্তি চায়। মিথ্যার ওপর ভর করে একটি রাষ্ট্র চলতে পারে না। দেশে সুস্থ রাজনীতির চাহিদা আছে, এটা অস্বীকারের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, অতীতে রাজনীতি ছিল মানুষের জন্য। মানুষের সংকটগুলো চিহ্নিত করে সক্রিয়ভাবে জনগণের সঙ্গে মিলেমিশে দলের মহানগর নেতাদের কাজ করার আহ্বান জানান তিনি।

ড. কামাল হোসেন বলেন, জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সঙ্গে থাকলে অচিরেই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে। দেশের বেশির ভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। এ রাজনীতি চর্চা হতে থাকলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান সাইদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, মো. রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামিম, ফরিদা ইয়াছমিন, কাজী হাবিব প্রমুখ।

Bootstrap Image Preview