Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোট ডাকাতির কারণে নির্বাচনে অনেকে প্রার্থী হচ্ছেন না: মেনন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১০:৪৩ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ভোট ডাকাতির কারণে ইচ্ছা থাকলেও অনেকে এখন প্রার্থী হচ্ছেন না। এর ফলে বিভিন্ন উপজেলায় বিনাভোটে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হচ্ছেন। কাজেই নির্বাচনে ভোটের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানাই।

আজ বুধবার দুপুরে বরিশালে রাশেদ খান মেনন এমপি ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য লুৎফুন্নেছা বিউটিকে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেনন বলেছেন, উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র ছিনতাই, প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করতে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সকাল ১০টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এটা কোনো সুস্থ রাজনীতির চর্চা নয়।

তিনি বলেন, নির্বাচন বর্জন করে নয়, নির্বাচনে অংশ নিয়েই নির্বাচনের সকল অনিয়মকে দূর করতে হবে। সেই সুযোগ সৃষ্টি করেছে উপজেলা নির্বাচন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন লুৎফুন্নেছা খান এমপি, দলের সাধারণ সম্পাদক টিপু সুলতান, দলের নেতা আব্দুল খালেক, শাহজাহান তালুকদার, ফাইজুল হক ফারাহিন, বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক ফিরোজসহ আরো অনেকে।

Bootstrap Image Preview