Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০১:০২ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


নগরের পলোগ্রাউন্ড মাঠে বুধবার থেকে শুরু হচ্ছে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। বিকেল ৩ টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৪৫০টিরও বেশি প্যাভিলিয়ন ও স্টল থাকছে বলে জানা গেছে। 

বুধবার (৬ মার্চ) থেকে বন্দর নগরী চট্টগ্রামের পলোগ্রাইন্ড মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ-১৯)। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ২৭ তম মেলা এটি। ইতিমধ্যে মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেল ৩ টায় নগরীর আগ্রাবাদস্থ ওয়াল ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে মেলার আনুষ্ঠানিক  উদ্ভোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন, সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমএ লতিফ এমপি।

সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বিগত ২৬ বছর ধরে দেশিয় শিল্পের প্রসার ও মানোন্নয়নে প্রতিবছর চট্টগ্রাম চেম্বার এ আয়োজন করে আসছে। বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি বলে খ্যাত এসএমই খাতে বিকাশের লক্ষ্যেই মূলত এ মেলার আয়োজন।

তিনি আরও  বলেন, এ মেলার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য প্রসারের পাশাপাশি চট্টগ্রাম নগরবাসী বিনোদনের সুযোগ পাচ্ছে।

মাহবুবুল আলম বলেন, সরকারের ভ্যাটসহ নানাবিদ খরচের কারণে এবারের মেলায় দর্শনার্থীর টিকিটের মূল্য ধরা হয়েছে ১২ টাকা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মেলা কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম।

তিনি বলেন, ৪ লাখ বর্গফুটের অধিক জায়গাজুড়ে অনুষ্ঠিতব্য মেলায় এবার ২২টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ৩টি মেগা প্যাভিলিয়ন, ২টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৬টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ১৮০টি প্রিমিয়ার মেগা স্টল , ২২টি মেগা স্টল, ১০টি প্রিমিয়ার গোল্ড স্টল, ১৪টি স্ট্যান্ডার্ড স্টল, ২টি রেস্টুরেন্টসহ মোট ৩৮টি প্যাভিলিয়ন বসবে। তিনটি আলাদা জোনে বিভক্ত হয়ে মোট ৪৫০টি’র ও অধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।

তিনি আরও জানান, অন্যান্য বছরের মতো থাইল্যান্ড মেলার পার্টনার কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে। থাইল্যান্ড ৪ হাজার ৫০০ বর্গফুট জায়গা নিয়ে মেলায় অংশ নেবে। এছাড়া ভারত, থাইল্যান্ড, কোরিয়ান ইরানসহ বেশ কয়েকটি দেশ মেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনের পর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

চেম্বার নেতৃবৃন্দ বলেন, কলাপাতা থেকে কীভাবে ফাইবার উৎপন্ন করা হবে সেটি মেলায় দর্শনার্থীদের দেখানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেলা কমিটির কো-চেয়ারম্যান জামাল আহমেদ, চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, নুরুল আবছার চৌধুরী প্রমুখ। 

Bootstrap Image Preview