Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাইকগাছায় ১৪ প্রার্থীর মনোনয়ন জমা 

আব্দুল ওহাব বাবলু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১০:৪২ AM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১০:৪২ AM

bdmorning Image Preview


চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে খুলনার পাইকগাছা উপজেলায় ১৪ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সোমবার (৪ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলিয়া সুকায়না ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়ালের নিকট প্রার্থীরা মনোনয়ন জমা দেন।

চেয়ারম্যান পদে ৪ প্রার্থীরা হলেন, আ’লীগের দলীয় প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, মনোনয়ন বঞ্চিত উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা আ’লীগের সদস্য শেখ মনিরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ। ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা আ’লীগনেতা শিহাব উদ্দীন ফিরোজ বুলু, শিক্ষক সুকৃতি মোহন সরকার ও উপজেলা তাঁতীলীগের সভাপতি দেবব্রত রায়।

৬ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না খাতুন, সাধারণ সম্পাদক ফাতেমাতুজ্জোহরা রূপা, পৌর মহিলা আ’লীগের সভাপতি শেখ জুলি, উপজেলা যুবলীগের সাবেক মহিলা সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নাজমা কামাল, উপজেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক লিপিকা ঢালী।

১৪ প্রার্থীর মধ্যে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মোহাম্মদ আলী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে।  

Bootstrap Image Preview