Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে র‍্যাবের হাতে গ্রেফতার টাকলু মিলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৭:৪৭ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৭:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইস্রাফিল হত্যা মামলায় অভিযুক্ত আসামি মো. মিলন ওরফে টাকলু মিলনকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ রবিবার (৩ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা।

গত শনিবার(২ মার্চ) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে গ্রেফতারকৃত টাকলু মিলন সদর উপজেলার দৈন্যপুর গ্রামের মৃত মনছুর আহম্মেদের ছেলে।

খবর মিলেছে, গ্রেফতারের সময় যুবদল নেতা ইস্রাফিল হত্যা মামলার আসামি টাকলু মিলন উপজেলার দত্তপাড়া বাজারে অবস্থান করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার এএসপি প্রণব কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

২০১৫ সালের ১১ মার্চ রাতে সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে ইস্রাফিলকে গুলি করে পরে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। ওই সময় সন্ত্রাসীদের গুলিতে পথচারী সোহাগ নামের একজন গুলিবিদ্ধ হয়। পরদিন সকালে নোয়াখালীর চাটখিলের দক্ষিণ টেলিয়া গ্রাম থেকে ইস্রাফিলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Bootstrap Image Preview