Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীয়তপুরে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল কর্মীর

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৯ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩১ PM

bdmorning Image Preview


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের কাজ করার সময় কর্তৃপক্ষের অবহেলায় প্রাণ গেলো বিদ্যুতের কাজে নিয়োজিত রেন্টু ঢালী (২৫) নামে এক যুবকের।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধা ৬ টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের কালিখোলা গ্রামে বিদ্যুতের খুটির উপড়ে তারের কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শ হয়ে মাটিতে পড়ে যায়।

পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

রেন্টু ঢালী যশোর জেলার কেশবপুর থানার পাজিয়া গ্রামের মৃত ফজলুল হক ঢালীর ছেলে।

রেন্টুর সহকর্মী তরিকুল জানায়, আমরা কাজ করার সময় রেন্টু বিদ্যুতের খুঁটির উপরে কাজ করতেছিল। হঠাৎ করে লাইন চালু হয়ে রেন্টু শর্ট খায়। কিন্তু আমরা জানি বিদ্যুৎ লাইন বন্ধ। কে চালু করলো? 

এ ব্যপারে পল্লী বিদ্যুৎ অফিসের (ডিজিএম) ডামুড্যা সাথে ফোনালাপ করতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।  

Bootstrap Image Preview