Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় বেপরোয়া টমটমের ধাক্কায় আহত এসএসসি পরীক্ষার্থী

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


উখিয়া উপজেলার উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় টমটমের ধাক্কায় অল্পনা আইচ (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় অল্পনার একটি হাত ভেঙ্গে গেছে। পাশাপাশি মুখের একাংশ ঝলসে গেছে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯ টার দিকে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী টমটম অল্পনাকে বহন করা রিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এতে অল্পনা সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অল্পনা উখিয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মৃদুল আইচের মেয়ে। অল্পনা উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। 

আব্দুল মালেক, কামাল উদ্দিনসহ একাধিক ব্যক্তি জানান, লাইসেন্সবিহীন বেপরোয়া টমটমগুলোর কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা বাড়ছে। এতে স্কুল কলেজে যাওয়া ছেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ কাজ করছে অভিভাবক মহল। 

 

Bootstrap Image Preview