Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহরুখকে ‘সাম্মানিক ডক্টরেট’ দিতে সরকারের বাধা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৬ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৬ PM

bdmorning Image Preview


বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর হায়দরাবাদের তেলেঙ্গানার মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় থেকে ‘সাম্মানিক ডক্টরেট’ দেওয়া হয়েছে। সম্প্রতি দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় তাঁকে ‘সাম্মানিক ডক্টরেট’ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার।

জানা যায়, দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর করেছেন শাহরুখ খান। তিনি এই বিশ্ববিদ্যালয়ে ১৯৮৮-৯০ সালে ছাত্র ছিলেন। এই বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে ‘সাম্মানিক ডক্টরেট’ দেওয়ার পরিকল্পনা করা হলে কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় থেকে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়, শাহরুখ খানকে এরই মধ্যে একটি বিশ্ববিদ্যালয় থেকে ‘সাম্মানিক ডক্টরেট' দেয়া হয়েছে তাই তাঁকে আর এই সম্মান দেওয়া যাবে না।

শাহরুখ খানকে ‘সাম্মানিক ডক্টরেট’ দেওয়ার অনুমতি চেয়ে গত নভেম্বর মাসে কেন্দ্রীয় বিজেপি সরকারের কাছে আবেদন জানান জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেহেতু জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় একটি সরকারি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তাই এখানে এ ধরনের গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সরকারের কাছ থেকে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত জানাতে এতটা সময় নিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, শাহরুখ খানের ব্যাপারে এটা বিজেপি সরকারের নেতিবাচক পদক্ষেপ।

এ ব্যাপারে উচ্চশিক্ষা বিষয়ক সচিব জানিয়েছেন, একবার কোনো বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তিকে ‘সাম্মানিক ডক্টরেট’ উপাধি দিলে পরে আর তাকে দেওয়া যাবে না, এমন কোনো নিয়ম নেই। এমন কোনো নির্দেশনাও নেই। তাই শাহরুখ খানের ক্ষেত্রে কেন হঠাৎ এমন সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো?

Bootstrap Image Preview