Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে মাটি চাপায় শ্রমিক নিহত 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৭ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদীর চরে মাটি তুলতে গিয়ে মাটির নিচে চাপা পরে জনি মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি মিয়া সদর উপজেলার রিচি গ্রামের তৈয়ব আলীর পুত্র। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদ মিয়া জানান, জনি মিয়াসহ ৫-৬ জন শ্রমিক গরুর বাজার এলাকায় খোয়াই নদীর চরে মাটি তুলতে যায়। মাটি তুলতে তুলতে গর্তের ভেতরে ঢুকে পড়ে তারা। এক পর্যায়ে উপর থেকে মাটি ধ্বসে পড়লে ওই শ্রমিকরা মাটির নিচে চাপা পড়ে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালেও ঘটনাস্থলেই জনি মিয়ার মৃত্যু হয়।   

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির নিচে চাপা পড়ার কারণে শ্বাস বন্ধ হয়ে জনি মিয়ার মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।   

Bootstrap Image Preview