Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের আরেক প্রতিপক্ষ বাতাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৬ AM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়াইটওয়াশের লজ্জা নিয়ে শেষ করেছে বাংলাদেশ। ব্যাটিং অথবা বোলিং কোনো ডিপার্টমেন্টেই নিজেদের সেরাটি দিতে পারেনি টাইগাররা। আরো নিদিষ্ট করে বলতে চাইলে ব্যাটিংয়ে টপ অর্ডার প্রতিটি ম্যাচের বাংলাদেশকে ডুবিয়েছে। যা ম্যাচের শুরুতেই চাপে ফেলে দিয়েছে। 

২৮ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের টেস্ট সিরেজের প্রথমটিতে মাঠে নামেছে দল দুটি। সাকিব ছাড়াও প্রথম টেস্টে একাদশে না থাকার সম্ভাবনা রয়েছে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুনের। এই তিন ক্রিকেটারের অনুপস্থিতি বাংলাদেশের জন্য লড়াইটা আরো কঠিন করে দিয়েছে।

ওয়ানডে সিরিজে কিউইদের গতি আর সুইং নাকানি চুবানি খাইয়েছে টাইগারদের। তবে টেস্ট সিরিজে এই বোল্ট ও সাউদিদের গতি আর সুইং ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হতে চলেছে নিউজিল্যান্ডের বাতাস। শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় এমটাই জানিয়েছে বাংলাদেশি পেসার আবু জায়েদ রাহি।

তিনি বলেন, ‘এখানে অনেক বাতাস। বাতাস অনেক ভারী। আমরা এটা নিয়ে কাজ করব দুইদিনের প্রস্তুতি ম্যাচে; যাতে পেস বোলাররা জায়গায় বল করতে পারে। আজকে অনুশীলনের সময়ও অনেক কষ্ট হয়েছে। বাতাসের জন্য বল এদিক ওদিক যাচ্ছে। তাই প্রস্তুতি ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে কীভাবে এটার সঙ্গে মানিয়ে নেয়া যায়।’

তিনি আরো বলেন, ‘দ্রুত উইকেট নেয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টেস্ট ম্যাচে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা পেসাররা চাইবো দ্রুত উইকেট নিতে। টেস্ট ম্যাচ জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য।’

বাংলাদেশ টেস্ট দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও এবাদত হোসেন।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ম্যাট হেনরি, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং, টড অ্যাস্টল, উইল ইয়ং।

Bootstrap Image Preview