Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জন করেছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০০ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষা আন্দোলনের পথ ধরেই আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি।

তিনি আজ শুক্রবার রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

তিনি বলেন, ভাষা আন্দোলনে ভাষা শহিদ ও সৈনিকরা যে রক্ত দিয়েছে তার মর্যাদা আমরা দিয়েছি। এই ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা।

প্রধানমন্ত্রী বলেন, মাঝখানে জাতির পিতাকে হারিয়ে ২১টা বছর অন্ধকারে রয়ে গিয়েছিলাম। তারপর আরও ৭টি বছর বাংলাদেশের মানুষের জীবনে অমানিশার অন্ধকার নেমে আসে। ২০০৮ সালের নির্বাচনের পর আমরা যে আলোর পথে যাত্রা শুরু করেছি তা কেউ বাধা দিতে পারবে না। বন্ধ করতে পারবে না।

শেখ হাসিনা বলেন, ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা, উপভাষা যা আছে তা সংরক্ষণ ও গবেষণার জন্যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি।

Bootstrap Image Preview