Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকবাজারের অগ্নিকাণ্ডে তারকাদের শোক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০২ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview


রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। হারিয়ে গেছে অনেকের সাজানো স্বপ্ন। কেউ কেউ স্বজন হারিয়ে স্তব্ধ হয়েছেন। কান্নায় ভারী হয়েছে আকাশ-বাতাস। এখনও অনেকে প্রিয়জনকে খুঁজছেন।

গর্ভবতী স্ত্রী নামতে পারেননি, তাই স্বামীও নামেননি, ফলাফল গর্ভের সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু! চার বন্ধু আড্ডা দিচ্ছিলেন প্রতিদিনের মতো। পুড়ে ছাই হয়েছেন তারা। পাওয়া গেছে শুধু চারটি মাথার পোড়া খুলি। বাবার কাছে সন্তান বিরিয়ানি খেতে চেয়েছে! বাবা বিরিয়ানি নিয়ে ফিরে এসে আর সন্তানকে খুঁজে পাননি। জমজ সন্তানদের বয়স ১ বছরের মতো। মর্গে তারা বাবাকে খুঁজছে!

দুই ভাইয়ের জড়াজড়ি করা লাশ আলাদা করা যাচ্ছেনা। আলাদা করার পর তাদের বুকে জড়িয়ে ধরা শিশুর লাশ। শিশুকে বাচাঁনোর শেষ চেষ্টা করছিলেন দুই ভাই। ছেলে নর্থসাউথ এ পড়ে, সন্তানের লাশ চাচ্ছে তার মা। একটু মাংসের দলা হলেও চলবে। তিনি শেষবার বুকে জড়িয়ে ধরবেন তিনি।

মর্মান্তিক এই দূর্ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও দুঃখ প্রকাশ করেছেন। চলুন জেনে নেয়া যাক তারকাদের কে কি বলেছেন-

রিয়াজ: ভাষা দিবসে ভাষাহীন আমি। গভীর সমবেদনা।

শাকিব খান: ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইল। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

অনন্ত জলিল: বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমার মতো আপনারাও হয়তো শোকাহত। ভাষা শহীদদের হারানোর দিনে দুটি শোকে আজ আমি অশ্রুসিক্ত।গতকাল রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের অসংখ্য প্রাণ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গিয়েছে তাদের জন্য মনের অন্তঃস্থল থেকে শোক প্রকাশ করছি এবং আল্লাহর নিকট প্রার্থনা করছি, আল্লাহ্ যেন সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

একই কারণে এর পূর্বে নিমতলীতেও অসংখ্য প্রাণ দিতে হয়েছিল, আজও সেই একই কারণে আমরা তারচেয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলাম। আবাসিক এলাকায় বিপদজনক কেমিক্যালের গোডাউন আমাদের অংসখ্য প্রাণ কেড়ে নিচ্ছে। তবু আমরা এতটুকুও সতর্ক হচ্ছি না। তাই আমি সাধারণ জনগণ ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তিনি যেন ঢাকাবাসীদের নিরাপত্তার জন্য এ সমস্ত বিপদজনক পদার্থ বস্তুর গোডাউন ও দোকান নিরাপদ স্থানে স্থানান্তর করার সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি দ্রুত নির্দেশ প্রদান করেন। পুরান ঢাকার আর একটি নিষ্পাপ প্রাণ যেন কোনো দুর্ঘটনায় মারা না যায়, এই কামনা করছি। খোদা হাফেজ।

চঞ্চল চৌধুরীঃ আহারে চকবাজার, আহারে মৃত্যুর মিছিল, চকবাজার, শোকবাজার।’

বাপ্পি চৌধুরীঃ মৃত্যু তো আমাদের সবার জন্যই অবধারিত। কিন্তু এমন মৃত্যু কেন হতে হবে? এটা মেনে নেওয়া যায় না। এতগুলো মানুষ, তাদের পরিবার, স্বপ্ন, আশ্রয়স্থল, সবই পুড়ে গেলে ওই আগুনে।

সুবর্ণা মুস্তাফাঃ একরাতের ভেতর ঢাকা শোকের শহর! নিমতলী ট্র্যাজেডির পর এবার চকবাজার! ভারী হয়ে গেছে পুরনো ঢাকার বাতাস, স্বজন হারানোর আর্তনাদে। পুরনো ঢাকার পুনর্বাসন না হলে, রাসায়নিক কারখানা উচ্ছেদ না করলে- এমন আরেকটি ঘটনা কেবল সময়ের ব্যাপার।

নিপুণ: চকবাজারের সকল দুর্ঘটনা কবলিত পরিবারের প্রতি সমবেদনা। সরকারের কাছে অনুরোধ- পুরান ঢাকাকে নতুন ঢাকা করার উদ্যোগ নেয়ার জন্য। তাহলে পুরান ঢাকার লোকেরা আমাদের মতো নিশ্চিন্ত জীবন পাবেন।

জয়া আহসান: আমরা শোকাহত।

অপু বিশ্বাস: চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সকলের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্বজনদের প্রতি জানাই গভীর সমবেদনা।

জায়েদ খান: চকবাজার ট্র্যাজেডি। এ এক অন্য ঢাকা। শোকের নগরী, কত লাশ, পোড়া লাশ! স্বজন হারানোর আর্তনাদ! কী আছে সান্ত্বনার?

আরিফিন শুভ: আমরা স্তব্ধ, আমরা শোকাহত।

সাইমন সাদিক: আমরা যদি একটু সচেতন হতাম তাহলে হয়তো শোকের মিছিল এত বড় হতো না। যার যায় একমাত্র সে জানে স্বজন হারানোর যন্ত্রণা কত বেদনার। ভাষার দিনে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাদের পরিবারকে এই ভয়াবহ শোক সহ্য করার শক্তি দান করুন।

Bootstrap Image Preview