Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৬ AM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৬ AM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, প্রভাত ফেরী, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। 

রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সমিতি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। 

সকালে সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণে প্রভাত ফেরি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।  র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা মিডিয়া কর্মী মুক্তি যোদ্ধা কমান্ডারসহ রাজনৈতিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।  

Bootstrap Image Preview