Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় বীর শহীদদের প্রতি গুণিজনদের পুষ্পার্ঘ্য অর্পণ

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি 
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৫ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটির প্রথম প্রহরে বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে সর্বস্তরের মানুষের ঢল নামে চুয়াডাঙ্গা সরকারী কলেজ চত্তরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে।

শহীদদের প্রতি শ্রদ্ধাজানিয়ে প্রথমেই শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম-বার), জেলা জজ ও ম্যাজিষ্টেটদের পক্ষে জেলা জজ রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা ফাষ্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এর পর জেলা আ.লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নেতৃত্বে আ.লীগের নেতৃবৃন্দ, পর্যায় ক্রমে যুবলীগেরে আহ্বায়ক নইম হাসান জোর্য়াদ্দারের নেতৃত্বে জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইনেম হাসান জোর্যাদ্দার অনিকের নেতৃত্বে জেলা ছাত্রলীগ, চুয়াডাঙ্গা পৌর সভার পক্ষে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে পৌর পরিষদ, চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র পক্ষে যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি মানিক আকবর ও সেক্রেটারী আরিফুল ইসলাম ডালিম, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের পক্ষে সভাপতি সরদার আল আমীন ও সেক্রেটারী রাজিব হাসান কচিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন চুয়াডাঙ্গা সরকারী কলেজ চত্তরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ বেদীতে পু®পাঘ্য অর্পণ করেন।

সকাল ৭ টায় শহীদ মিনার চত্তর থেকে প্রশাসনের নেতৃত্বে বর্ণাঢ্য এক র‌্যালি (প্রভাতফেরি) বের হয়্ র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে শহীদ মিনার চত্তরে দিবসটির তাৎপর্য তুলে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা- ১ আসনের এমপি জেলা আ.লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।  
 

Bootstrap Image Preview