Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুলভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত, আহত ১

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৫ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৪ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-থানার মোড় ফিডার সড়কে স্কুলভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আগ্রাণ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আব্দুল বারী (৪০) নিহত হয়েছেন। এ সময় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গাফফার হোসেন (৪০) আহত হয়েছে। তারা উভয়েই মোটরসাইকেল আরোহী।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফিডার সড়কের গাজী অটো রাইস মিলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বারী উপজেলার আগ্রাণ গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে এবং আহত শিক্ষক গাফফার একই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. আলীম হোসেন জানান,  পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিবহনের ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটলে দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

পরে আহত শিক্ষক গাফফারকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

 

 

Bootstrap Image Preview