Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে ওয়াশ মেলা সমাপ্ত

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৬ AM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৬ AM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভূরুলিয়া নাগবাটি হাই স্কুল মাঠে নবযাত্রা প্রকল্পের আওতায় ওয়াল্ডভিশনের  আয়োজনে ওয়াটার এন্ড স্যানিটেশন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে দুই দিন ব্যাপী ওয়াশ মেলা-২০১৯ এর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

ওয়াশ মেলায় ১২টি স্টলের মধ্যে সমাপনী অনুষ্ঠানে ইসলাম ব্রাদার্সকে প্রথম, বিসমিল্যা স্টোরকে ২য় ও ওয়াল্ডভিশনের গ্রাম উন্নয়ন কমিটির স্টলকে ৩য় পুরস্কার প্রদান করাসহ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া উক্ত আয়োজনের মাধ্যমে ওয়াশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে “স্বাস্থ্যই জীবন”নাটক মঞ্চস্থ করা হয়।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সমাপনি অনুষ্ঠানে ভূরুলিয়া ইউপি সদস্য শেখ শহিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য আঃ সবুর কাগজী, ওয়াল্ডভিশন শ্যামনগর ফিল্ড অফিস ম্যানেজার রবার্টসন সরকার, ওয়াশ অফিসার জিয়াউর রহমান, সাংবাদিক রনজিৎ বর্মন, ইউপি সদস্য গোলাম মোস্তফা, জাকির হোসেন, হাবিবুর রহমান, আঃ হামিদ, ছিদ্দকুর রহমান, শফিকুল ইসলাম, মুজিবুল হক, রহিমা পারভীন, নারগিস পারভীন, নার্গিস হাবিব, ওয়াশ অফিসার হামিদুর রহমান, ওয়াশ অর্গানাইজার ফাতেমা বেগম, শামসুল আলম প্রমুখ। 


 

Bootstrap Image Preview