Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারি কর্মকর্তারা মাদক কারবারে জড়িত থাকলেই সম্পদ ও হিসাব জব্দ হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৫ AM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৫ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


যেকোনো সরকারি প্রতিষ্ঠান কোনো ব্যক্তির মাদক কারবারের সাথে জড়িত থাকার তথ্য-প্রমাণ দিলে ওই ব্যক্তির সম্পদ ও হিসাব জব্দ করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত সোমবার এনবিআরের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) সাত কর্মকর্তাকে নিয়ে একটি টাস্কফোর্স কমিটিও করা হয়েছে। এ কমিটি সম্প্রতি আত্মসমর্পণকারী মাদক কারবারি ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব এবং আয় ব্যয়ের তথ্য খতিয়ে দেখবে। তথ্যে গরমিল পাওয়া গেলে রাজস্ব আইন অনুসারে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে সম্পদ ও হিসাব জব্দ করা হবে।

এনবিআর সূত্র জানায়, সোমবার টাস্কফোর্স কমিটি গঠনের পর সদস্যরা এদিন বিকেলেই জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, এনবিআরের মূল দপ্তর থেকে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক), মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ মাদক নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাদক কারবারে জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা সিআইসিতে পাঠাতে বলা হবে। তথ্য-প্রমাণ পাওয়ার পর কোনো প্রশ্ন না তুলে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সব হিসাব এবং স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করবে এনবিআর।

বৈঠকে সম্প্রতি আত্মসমর্পণকারী মাদক কারবারিদের ব্যাংক ও সম্পদের হিসাব খতিয়ে দেখার কৌশল নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা কারবারির নামের তালিকা, ঠিকানা, সম্পদের পরিমাণ ও তাদের কোন ব্যাংকে কী পরিমাণ

অর্থ গচ্ছিত আছে তার হিসাব এনবিআরে পাঠানোর পর সিআইসির টাস্কফোর্স কমিটি তা যাচাই করবে। কোনো আত্মসমর্পণকারী মিথ্যা তথ্য দিলে তার সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করা হবে। সমান গুরুত্ব দিয়ে এনবিআর এসব কারবারির পরিবারের সদস্যদের সম্পদ ও ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ খতিয়ে দেখবে। পরিবারের সদস্যদের হিসাবে গরমিল পওয়া গেলেও একই ব্যবস্থা নেওয়া হবে। সম্পদ ও হিসাব যাচাইয়ের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Bootstrap Image Preview