Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে ভারতের মাটিতে পা রাখলেন সৌদি যুবরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৬ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তান সফর শেষ করে ভারতে সৌদি আরবের রাজপুত্র মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি এক দিনের সরকারি সফরে ভারত পৌছান। নয়া দিল্লী বিমান বন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে নিরাপত্তা। এর আগে পাকিস্তানে গিয়ে শান্তি স্থাপনের উদ্দেশে পদক্ষেপ করায় পাকিস্তানের প্রশংসা করেন সালমান। যৌথ বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় শান্তি স্থাপনের জন্য খোলা মনে ইমরান যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসাযোগ্য।

এনডিটিভি জানিয়েছে, এই সফরে দুই নেতার মধ্যে বাণিজ্য ও সন্ত্রাস মোকাবেলা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিন সালমানের সাথে রয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও ব্যবসায়ীদের একটি দল।

প্রসঙ্গত মঙ্গলবারই দুই দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন এমবিএস। এদিনই তিনি আবার ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেন। এশিয়া অঞ্চলে এই সফরে তার চীনেও যাওয়ার কথা রয়েছে।

পাকিস্তান সফর শেষে সেখান থেকেই দিল্লিতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ‘শেষ মুহূর্তে সরাসরি পাকিস্তান থেকে দিল্লি সফর না করার সিদ্ধান্ত নেন তিনি। ধারণা করা হচ্ছে, কাশ্মির ইস্যুতে ভারতীয়দের সংবেদনশীলতা উপলব্ধি এবং দিল্লির কৌশলগত তাৎপর্য অনুধাবন করেই তিনি সরাসরি পাকিস্তান থেকে দিল্লি সফর বাতিল করে দেশে ফিরে গেছেন। এরপর আবার ভারতের উদ্দেশ্যে বিমানে চেপেছেন।

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর সেখান থেকে যুবরাজের চীনে সফর করার কথা। চীন সফরের মাধ্যমেই তার এশিয়া সফর শেষ হবে।

Bootstrap Image Preview