Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে পর্যটন ও আতিথেয়তায় ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক কর্মশালা

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৫ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৫ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক পর্যটন ও আতিথেয়তায় ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডিনস কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের নতুন শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার সম্ভাবনার দিকটি তুলে ধরা হয়। এতে ঢাকার রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপক আব্দুল হালিম সরকার ও সমন্বয়ক এমএ নাহিয়ান আতিথেয়তা ব্যবস্থাপনার নানা বিষয়ে শিক্ষার্থীদের প্রাথমিক দিক-নির্দেশনা দেন।

কর্মশালা শেষে বিভাগের সভাপতি অধ্যাপক মো. এনায়েত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখান থেকে পাওয়া শিক্ষা ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারলে আজকের কর্মশালা সার্থক হবে। যোগাযোগ দক্ষতা, রুচিসম্মত ও মানানসই পোশাক-পরিচ্ছদ, নিজেকে উপস্থাপন করার মতো যোগ্যতাগুলো কেবল আতিথেয়তা ব্যবস্থাপনা পেশায় নয়, জীবনের সবক্ষেত্রেই কাজে লাগে।

এসময় অন্যান্যের মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. হুমায়ুন কবীর, চেজ রাজ্জাকে’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, বিভাগের শিক্ষক সানজানা সোবহান, সাজু সরদার, আইরিন চৌধুরী, তানজিল ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview