Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কবরস্থানের জায়গা নিয়ে দ্বন্দে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

হিলি প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫১ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫১ PM

bdmorning Image Preview


এক শতক কবরস্থানের জায়গা নিয়ে চাচাতো ভাইয়ের সাথে দ্বন্দ; আর দ্বন্দের জেরে বাহাদুর নামের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার কাচঁদহ এলাকায় নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

হিলির পার্শবর্তী নবাবগঞ্জে কাচঁদহ গ্রামে কবরস্থানের এক শতক জায়গা ও একটি গাছ নিয়ে দ্বন্দের জেরে আব্দুল আজিজ ওরফে বাহাদুর (৪০) নামের ওই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাইয়েরা।

এ ঘটনার সাথে জড়িত থাকায় চাচাতো ভাই ইয়ামিন (৩৫), ইসমাইল (১৮) ও চাচী আয়েশা বেগমকে (৬০) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা জানান, বাহাদুরের সাথে তার চাচাতো ভাইদের কবরস্থানের জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ চলে আসছিল। স্থানীয়ভাবে সালিশি বৈঠকে বারবার সমাধান করে দেওয়া হলেও রায়কে অমান্য করে ওই জায়গার গাছ কেটে নিয়ে যায় চাচাতো ভাই ইয়ামিন।

বাহাদুর ঢাকায় মেকানিকেল এর দোকনে কাজ করে। গত রবিবার রাতে সে মাকে দেখতে গ্রামে আসে। পরদিন সকালে সে বাড়ির সামনে ব্রাশ করার সময় চাচাতো ভাইকে গাছ কেটেছে কেনা এ বিষয়ে জিজ্ঞাসা করে। আর এতেই তারা ক্ষিপ্ত হয়ে এলোপাতারিভাবে ধারালো অস্ত্র দিয়ে মারতে শুরু করে এবং সে ঘটনাস্থলেই মারা যায়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শ্রী সুব্রত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুর্ঘটনাটি কথা শুনতে পেরে ঘটনাস্থলে যাই। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  বিষয়ে আমরা তিন জনকে আটক করতে সক্ষম হয়েছি, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview