Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে নারীদের নেতৃত্ব বিকাশে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩১ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview


হিলিতে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।   

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের সভা কক্ষে হাকিমপুর উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। 

উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা মহশীন আলীর সভাপতিত্বে এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপ-পরিচালক জাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন। 

সভায় নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে নারীদের শিক্ষার দিকে জোর দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার নারী সমিতির ২৫ জন সভাপতি ও দলনেত্রী অংশগ্রহণ করেন।

আগামীকাল বুধবার পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। 

 

Bootstrap Image Preview