Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ৬ উপজেলায় ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪২ AM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫০ AM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের ছয়টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান ১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম জাহাঙ্গীর ও বর্তমান বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে জেলার থানচি উপজেলায় আ.লীগের প্রার্থী থোয়াইহ্লামং মারমা ও বর্তমান চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, রুমা উপজেলায় আ.লীগের প্রার্থী উহ্লাচিং মারমা, জনসংহতি সমিতি (জেএসএস) বর্তমান চেয়ারম্যান অংথোয়াইচিং এবং রোয়াংছড়ি উপজেলায় আ.লীগের প্রার্থী চহ্লাইমং মারমা ও জনসংহতি সমিতি (জেএসএস) বর্তমান চেয়ারম্যান ক্যবামং মারমা এবং আলীকদম উপজেলায় আ.লীগের প্রার্থী জামাল উদ্দিন এবং বর্তমান বিএনপির উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা আ.লীগের প্রার্থী অধ্যাপক মো: শফিউল্লাহ এবং জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব খায়রুল বাশার, উপজেলা আ.লীগে সহ-সভাপতি আবু তাহের কোম্পানী ও সাবেক ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মা এবং স্বতন্ত্রী প্রার্থী অধ্যক্ষ মো: ফরিদ উদ্দিনসহ মোট ৫ জন প্রার্থীদের নিজ নিজ উপজেলা রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে পুরুষ ও মহিলা ভাইস চেয়াম্যান বান্দরবান সদর উপজেলায় মোহাম্মদ ফারুক আহমেদ ফাহিম, বিদান লালা, পাইমংথুই মার্মা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা আক্তার, ইয়েচং মার্মাসহ পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও থানচি উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যন ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন, রোয়াংছড়িতে পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন, আলীকদমে পুরুষ ভাইস চেয়ারম্যান ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যন ৩ জন্য এবং নাইক্ষ্যংছড়িতে পুরুষ ভাইস চেয়ারম্যান ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন এবং রুমাতে পুরুষ ভাইস চেয়ারম্যন ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যন ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা প্রর্থীদের সাথে উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview