Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে আগুনে ৮ বাড়ি ভস্মীভূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৭ AM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৪ AM

bdmorning Image Preview


ঝিনাইদহের বস্তিতে আগুন লেগে ৮ বাড়ি ভস্মীভূত হয়েছে। বস্তির কয়েকটি ঘরে পুরাতন টায়ার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কালীগগঞ্জের রেল আ অগ্ণিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় কোটচাঁদপুর ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট। তার আগেই বস্তির বাসিন্দা বাসুদেব, আনন্দ, সোনাভান, মহাদেব ও মহানন্দ, মুজিবার রহমান, কিসমত ও ইব্রাহিমসহ ৮ জনের ঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামছুর রহমান জানান, আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি কিন্তু আগুন লাগা ঘরগুলোতে পুরাতন টায়ার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফলে ঝিনাইদহ ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলতে না পারলেও আগুনে ৮টি ঘর ও ঘরের সব আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে বলে নিশ্চিত করেন এই ফায়ার কর্মকর্তা।

Bootstrap Image Preview