Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পল্টন থেকে আর্জেস গ্রেনেট ও গোলাবারুদ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৭ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর পল্টন এলাকার একটি ডাস্টবিন থেকে রাইফেলের ২৮ রাউন্ড গুলি ও একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

গত রবিবার দিবাগত রাতে গোপনসূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্টন থানা পুলিশ এবং সেখান থেকে গোলাবারুদ উদ্ধার করে পল্টন থানা পুলিশ। পরের দিন সোমবার রাতে বিষয়টি গণমাধ্যমকে জানান তারা।

পল্টন থানার পরিদর্শক (অপারেশন) আবু বকর সিদ্দিক বলেন, ফকিরাপুল কালভার্ট রোডের একটি লোহার ডাস্টবিনে কিছু গুলি ও গ্রেনেড পাওয়া যায়। এরপর ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি গ্রেনেড উদ্ধার করে। পরে এটিকে নিষ্ক্রিয় করা হয়। এসময় ওই ডাস্টবিনের ভেতর থেকে রাইফেলের ২৮টি গুলি উদ্ধার করা হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব গুলি ও গ্রেনেড কোথা থেকে এলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান আবু বকর সিদ্দিক।


 

Bootstrap Image Preview