Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২১ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২১ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করার দাবি জানিয়ে ড. শামসুজ্জোহা দিবস পালিত হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা স্মরণ কমিটির উদ্যোগে সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবি ড. শামসুজ্জোহার অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ড. শামসুজ্জোহা স্মরণ কমিটির আহ্বায়ক মইনউদ্দিন মিয়া সভাপতিত্বে ও সদস্য সচিব ইউশা রশিদ ইফাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

এ সময় তিনি বলেন, শহীদ ড. শামসুজ্জোহা ছিলেন আদর্শ শিক্ষক। তিনি নিজের বুক আগলে শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে শহীদ হন। জাতীয় শিক্ষক দিবস হিসেবে এই দিন থেকে উপযুক্ত দিন আর নেই। যদি কোন দিনকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয় তাহলে এই দিনেই ঘোষণা করা উচিত। এর ফলে দেশের মানুষ জানতে পারবে ড. জোহার অবদানের কথা। কিন্তু আমরা এটি দিবস হিসেবে পাবো কিনা জানি না। এর জন্য চেষ্টা করতে হবে।

শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা স্মরণ কমিটি আয়োজিত র‌্যালি পরবর্তীতে সমাবেশে আরো বক্তব্য রাখেন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সহযোগী অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, সহকারী অধ্যাপক সামিউল ইসলাম, আশিষ কুমার বণিক, শাখা ছাত্রফ্রন্ট’র আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র, সাধারণ সম্পাদক নাজিরুল আজম বিশ্বাস প্রমুখ।

Bootstrap Image Preview