Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা : বিজিবির মহাপরিচালক

রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৮ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৮ PM

bdmorning Image Preview


বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরে যে ঘটনা ঘটেছে সেটা একটি অনাকাঙ্খিত ঘটনা। এ বিষয়টি নিয়ে আমরা উচ্চ পর্যায় থেকে তদন্ত করছি; তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি তাদের কাছেও অনাকাঙ্খিত, আমাদের কাছেও অনাকাঙ্খিত। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য এলাকাবাসী ও বিজিবিকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিজিবি বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষার যে সাংবিধানিক দায়িত্ব তা দক্ষতার সাথে পালন করে আসছে। বিজিবি সবসময় সীমান্তে বসবাসরত সাধারণ মানুষের সাথে মিশে তাদের দায়িত্ব পালন করে থাকে।

এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান, বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন) বিগ্রে. খন্দকার ফরিদ হাসান, বিজিবির ভারপ্রাপ্ত ইনভিস্টিকেশন ব্যুরো প্রধান কর্নেল মতিউর রহমান, ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তুহিন মো: মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) নুর কুতুবুল আলমসহ প্রশাসন ও বিজিবির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের সীমান্তবর্তী বহরমপুর গ্রামে বিজিবির গুলিতে তিন জন নিহত হয়। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview