Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আরও কয়েকটি ব্যাংক অনুমোদন পেতে পারে: অর্থমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৪ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


নতুন তিনটি ব্যাংকের অনুমোদনের বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আরও কয়েকটি ব্যাংকের অনুমোদন পেতে পারে। ব্যাংকের সংখ্যা কোনো সমস্যা নয়, নিয়ম মাফিক চালালে কোনো সমস্যা হবে না।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

ব্যাংকগুলো হলো- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক। এ তিন ব্যাংক অনুমোদনের ফলে দেশে সব মিলিয়ে তফসিলি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৬২টিতে।

আগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলতেন ‘বাংলাদেশে আর নতুন ব্যাংকের প্রয়োজন নেই’ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মুস্তফা কামাল বলেন, বাংলাদেশে কয়টি ব্যাংক আছে সেটা বড় ব্যাপার না। ব্যাংকগুলো যদি স্বাভাবিকভাবে নিয়মনীতি মেনে চলে, সংখ্যা দিয়ে কোনো কিছু হবে না। ব্যাংকের কার্যক্রম যদি থাকে, যে উদ্দেশ্যে ব্যাংক করা, সেভাবে যদি কাস্টমারদের নিয়মানুযায়ী সার্ভিস দিতে পারে, অনিয়মের মাঝে নয়।

তিনি বলেন, সেন্ট্রাল ব্যাংক কালকে নতুন ব্যাংকের ঘোষণা দিয়েছে। নিশ্চয় এর প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তা না থাকলে সেন্ট্রাল ব্যাংক ব্যাংক নিশ্চয় এমনটি করত না। কিন্তু বিষয়টি নিয়ে আরো আলোচনা করার অবকাশ রয়ে গেছে। তবে আমি আলাপ করে জানাব।

মুস্তাফা কামাল বলেন, দেশের নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা বাড়ানো হয়েছে। অনুমোদিত মূলধন বেশি হলে সেফটি নেটটা বড় হবে। বিদেশে একটা ব্যাংকের শাখার মোট টাকা আছে আমাদের দেশের ২০টা ব্যাংকের এক সাথে তা নেই।

ব্যাংকের সংখ্যা কোনো সমস্যা নয়, নিয়ম মাফিক চালালে কোনো সমস্যা হবে না। চাহিদার দিক বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক আরও কয়েকটি নতুন ব্যাংক অনুমোদন দিতে পারে।

ক্লাসিফায়েড লোন কী প্রক্রিয়ায় দেয়া হচ্ছে তা খতিয়ে দেখতে শিগগিরই অডিট চালু করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

Bootstrap Image Preview