Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা প্রিমিয়ার লিগে প্লেয়ার ড্রাফটে কারা দল পেলেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩৩ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview


মার্চের প্রথম সপ্তাহে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে এই আসরে অংশ নিচ্ছে ১২টি দল। সেই দল গুলোতে নিয়ে ঢাকার একটি জনপ্রিয় হোটেলে আয়োজন করা হয়েছে প্লেয়ার ড্রাফট। 

রাজধানীর হোটেল সোনারগাঁ'তে ২৩৩ জন প্লেয়ারের মধ্য থেকে ক্রিকেটার বেছে নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিয়েছে ১২টি দল। বেলা এগারোটায় হবে ঢাকার ক্লাব ক্রিকেট তথা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। চলুন দেখে নিই প্লেয়ার নিলামের তিন পর্ব শেষে কে কে দল পেলেন।

আবাহনী লিমিটেড: রুবেল হোসেন , জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি মিরাজ, টিপু সুলতান, মোহাম্মদ মিঠুন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, শাহিদুল ইসলাম, ইমরিয়ান তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি।

লিজেন্ডস অব রুপগঞ্জ: মোমিনুল হক, জাকির আলী, মোহাম্মদ শহীদ, শাহরিয়ার নাফিজ, নাবিল সামাদ, আফিস আহম্মেদ রাতুল।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: তাইবুর রহমান পারভেজ, সাইফ হাসান, সৈকত আলী, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরি রাহী, মোঃ জসিমুদ্দীন।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: রবিউল হক, মোমিনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মাসুম খান, রাফসানাল মাহমুদ, নাজিম উদ্দিন।

গাজী গ্রুপ ক্রিকেটার্স: রনি তালুকদার, শামসুর রহমান শুভ, খন্দকার মোমারফ হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, রায়হান উদ্দীন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব: নিহাদ উদ জামান, নাদিফ চৌধুরি, আবদুল মজিদ, এমডি শাফিউল ইসলাম, সোহাগ গাজী , অভিষেক মিত্রা।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: এনামুল হক, অলক কাপালি, আবদুল রাজ্জাক, নাহিদুল ইসলাম, মনোহর শেখ অন্তর, আল আমিন হোসেইন।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: সৌম্য সরকার, সৌহরাওরদি শুভ, ধীমাণ ঘোষ, শারিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন।

ব্রাদার্স ইউনিয়ন: ফজলে রাব্বি মাহমুদ, শরিফুল্লাহ, নাইম ইসলাম জুনিয়র, ইবাদত হোসেন চৌধুরি, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক।

উত্তরা স্পোর্টিং ক্লাব: তানজিদ হাসান তামিম, মিনহাজ খান রিফাত, শাকির হোসেন শুভ্র, সাজিদ হোসেন, জাহাগ্গরি আলম, শেখ হুমায়ুন।

বিকেএসপি: মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব, রাতুল খান, আবদুল কাইয়ুম।

Bootstrap Image Preview