Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৭ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৭ PM

bdmorning Image Preview


সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে শম্পা বেগম (২৮) ও হাসনা হেনা (২২) নামের দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার দুর্গাপুর থেকে শম্পা ও দুপুরে জামগড়া রুপায়ন এলাকা থেকে হাসনা নামের অপর এক নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত শম্পা সাউদার্ন গার্মেন্টসের পোশাক শ্রমিক ছিল। তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার পাটানোছা গ্রামের সামছুল মিয়ার মেয়ে।

এদিকে জামগড়ার রুপায়ন সিটি এলাকার রহমত আলীর বাড়িতে ভাড়া থাকতো হাসনা। তিনি দিনাজপুর জেলার বলে জানিয়েছে পুলিশ।

শম্পার ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন জানান, লাশ পড়ে থাকার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিহত হওয়ার কারণ জানা যাবে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী বিল্লাল মিয়া পলাতক রয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে যৌতুকের টাকার জন্যই শম্পাকে খুন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে হাসনা হেনার বিষয়টি নিয়ে একই থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর তার স্বামী নয়ন পালিয়ে গেছে। তাকে আটকের পর এ ঘটনার কারণ জানা যাবে।

Bootstrap Image Preview