Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে হামলায় নিন্দা জা‌নি‌য়ে মোদিকে শেখ হাসিনার বার্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩১ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview


ভারত নিয়স্ত্রিত জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো বার্তায় শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে এই হামলায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। ওই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে বাংলাদেশের পক্ষে জোরালো ভাষায় নিন্দা জানান।

গত বৃহস্পতিবার বিকালে জম্মু ও কাশ্মিরের পুলওয়ামা জেলায় ওই হামলার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো বার্তায় ওই নিন্দা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একট টুইট বার্তায় এমনটা জানিয়েছেন। ইন্টারন্যাশনাল টেলি কমিউনিকেশন্স ইউনিট (আইটিইউ)’র কর্মসূচিতে অবস্থান কালে সুইজারল্যান্ডের জেনেভা থেকে এই টুইট করেন শাহরিয়ার আলম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ভারতের জনগণ ও সরকারের এই দুঃখের সময় বাংলাদেশ তাদের পাশে আছে। তিনি ওই হামলায় প্রিয়জন হারানো পরিবারগুলোর সদস্যদের সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

বার্তার শেষাংশে সন্ত্রাসের বিরূদ্ধে বাংলাদেশের কঠোর মনোভাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, সন্ত্রাস নির্মূলে ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ কাজ করা অব্যাহত রাখবে।

Bootstrap Image Preview