Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুপুরের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: তিতাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩০ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview


সাভারের আশুলিয়ায় পাইপ লাইনে ত্রুটির কারণে গত শুক্রবার থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

আজ রবিবার সকালের দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছিল জিটিসিএল কিন্তু বেলা ১১টা পর্যন্ত তা স্বাভাবিক হয়নি। এ পরিস্থিতিতে গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে সংস্থাটি।

অন্যদিকে আজ দুপুরের মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি (তিতাস)। এরই মধ্যে বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলেও জানিয়েছে তিতাস।

তিতাস গ্যাস কোম্পানির পরিচালক মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, রবিবার সকালে গ্যাস পাইপলাইনের কাজ শেষ হয়েছে। সকাল ৮টার পর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে।

শুক্রবার বিকালে সাভারের আশুলিয়া সিটি গেট স্টেশনে (সিজিএস) পাইপলাইন ফেটে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এ জন্য শনিবার সারা দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

শনিবার দুপুর ১২টা থেকে জিটিসিএল লাইন মেরামতের কাজ শুরু করে। রোববার সকাল থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

Bootstrap Image Preview