Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে আট দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৪ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৪ PM

bdmorning Image Preview


ভৈরবে আট দিন ব্যাপি একুশে বই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয় প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভৈরব রাজকাচারি প্রাঙ্গণে ২২তম বইমেলার উদ্বোধন করা হয়। ভৈরব বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ সৌরভ এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যকার মাহমুদ সাজ্জাদ, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, ভৈরব  উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, ভৈরব থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, এলিন ফুড প্রোডাক্টস লি: চেয়ারম্যান ও এমডি ওমর ফারুক প্রমুখ।

প্রধান অতিথি কে এম খালিদ তার বক্তব্যে বলেন, সভ্য জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। বই পড়ার মাধ্যমেই একজন মানুষ সঠিক জ্ঞান লাভ করতে পারে। তাই নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট হতে হবে। আজকের প্রজন্মই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। 

এ বছরে বইমেলায় ২০ টির বেশি বইয়ের স্টল করা হয়েছে। এসব স্টলে সকল ধরণের বইয়ের সমাহার রয়েছে। 

Bootstrap Image Preview