Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীসহ দেশেজুড়ে শিলা বৃষ্টি, দুর্ভোগে নগরীর অফিসগামী মানুষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৭ AM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৭ AM

bdmorning Image Preview


পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হচ্ছে। রাত থেকে থেমে থেমে হয় এই বৃষ্টি। ফাগুনের শুরুতেই এই বৃষ্টিতে একদিকে যেমন ধুলাবালি থেকে স্বস্তি মিলেছে, অন্যদিকে ভোরের বৃষ্টিতে নগরীর অফিসগামী মানুষকে পড়তে হয়েছে দুর্ভোগে।

আজ রবিবার ভোর থেকেই রাজধানীতে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে বসন্তে এসে মিলে শীতের দেখা। বৃষ্টিতে রাজধানীতে গণপরিবহনের সংকট সৃষ্টি হয়। তাই অফিসগামী মানুষকে পড়তে হয় দুর্ভোগে। কর্মস্থলে যেতে ভুগান্তি পোহাতে হয়।

গতকালই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

ব্যাপক শিলা বৃষ্টিতে মাটিতে যেন বরফের এক স্তর জমে যায়। ছবি-কুষ্টিয়া সদর থেকে তোলা

তবে শীতে রাস্তায় ধুলাবালিতে নাকাল মানুষের জন্য বৃষ্টি স্বস্তিও নিয়ে এসেছে। বৃষ্টিতে কর্মস্থলে যেতে কষ্ট হলেও তাই নগরীর অনেকে স্বস্তিও প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview