Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জম্মু-কাশ্মিরের ঘটনায় বাংলাদেশ ন্যাপ'র উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে বোমা হামলায় প্রায় অর্ধশতাধিক ভারতীয় আধাসামরিক সেনা নিহতের ঘটনায় গভীর উদ্বেগ, উৎকন্ঠা, শোক ও দু:খ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিববৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ ও উৎকন্ঠা উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, উপমহাদেশের এই অঞ্চলটি অনেক দিন ধরেই অগ্নিগর্ভ। রক্ত ঝরছে সাধারণ মানুষসহ নিরাপত্তা বাহিনীর। মানুষ ও মানবতা রক্ষার জন্য শান্তি ও স্থিতি অত্যন্ত অপরিহার্য। সন্ত্রাসী কার্যকলাপ শান্তি ও সভ্যতার পরিপন্থী, এতে করে আঞ্চলিক স্থিতিশীলতা সংকটাপন্ন হয়ে পড়ে এবং মানুষের স্বাভাবিক জীবনযাপন চরম নিরাপত্তাহীন হয়ে ওঠে।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ সকল সময় যেকোনো সহিংসতার বিরুদ্ধে সোচ্চার। পৃথিবীতে সংকটবহুল এলাকাগুলোতে জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়েছে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে, নিরাপরাধ মানুষ হত্যার মাধ্যমে নয়। নির্মম অমানবিকতার দ্বারা সমস্যা সমাধানের পরিবর্তে আরো বেশি সংকটময় হয়ে উঠতে পারে।

ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন দেশ সন্ত্রাসবাদের বিপদ মোকাবিলার সংকল্প ব্যক্ত করেন।

Bootstrap Image Preview